|
অবশেষে নৌকায়চূড়ান্ত মনোনয়ন পেলেন মুস্তফা লুৎফুল্লাহ
আজকের কলারোয়া -
07/12/2018
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা- (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীকের চিঠি পেলেন বর্তমান সাংসদ ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লৎফুল্লাহ।
তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ও দলীয় মনোনয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত আওয়ামী লীগের দলীয় প্যাডে মুস্তফা লুৎফুল্লাহকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১০৫, সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতীক বরাদ্দের জন্য সাতক্ষীরা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়েছে।
অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সাংবাদিকদের জানান, আমি মহান আল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা জানাই। এলাকা ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই আসনটি আবারও জোট প্রধান শেখ হাসিনা ও রাশেদ খান মেননকে উপহার দিতে চাই।
এনএ/আরআই
|