Home
 
তালা-কলারোয়া-২৫ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
আজকের কলারোয়া - 03/12/2018
সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫) তালা-কলারোয়া সংসদীয় আসনের বিপরীতে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৫ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ১৫ জন, বিএনপির ৬ জন এবং জাতীয় পার্টিসহ অন্যান্য দলের ৪ জন। গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা তাদের নিজ নিজ রাজনৈতিক কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাতীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সাবেক এমপি বি এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, শিা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট অনিত মুখার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মন্ময়, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য আলহাজ শেখ আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা আহসান কবীর টুটুলসহ মোট ১৫ জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তার সহধর্মিনী অ্যাড. শাহানারা পারভীন বকুল, কলারোয়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পৌর মেয়র আখতারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আতিকুজ্জামান রিপন, কেন্দ্রীয় কমিটির জাসাসের নেতা আরিফুজ্জামান মামুন, বিএনপি নেতা ওয়াসেল উদ্দীনসহ মোট ৬ জন। জাতীয় পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনছুর আলী, ওযার্কার্স পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বর্তমান এমপি অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ও জাসদের ওবায়েদুস সুলতান বাবলুসহ ৪ জন। এসব প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন স্ব-স্ব রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সূত্র -http://loksamaj.com
লিংক - http://loksamaj.com/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80/
 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com