Home
 
অবসরে গেলেন শিক্ষক কামাল হোসেন
আজকের কলারোয়া - 03/12/2018
সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক কামাল হোসেন অবসর গেলেন। শনিবার অবসরজনিত শেষ কর্ম দিবসে শিক্ষক কামাল হোসেনকে বিদায় জানিয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে মাদারাসার হলরুমে আবেগঘন পরিবেশে অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীর সভাপতিত্বে, সঞ্চালনায় ও দোয়া পরিচালনায় উপস্থিত অন্য শিক্ষকরা অশ্র“সিক্ত নয়নে বিদায় জানান কামাল হোসেনকে। মূলত শুক্রবার ছিলো তাঁর শেষ কর্মময় জীবন। সরকারি ছুটি থাকায় শনিবার ক্লাসের শুরুতেই সকলেই তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় পরিবেশ ভারী হয়ে ওঠে। দোয়ানুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মাও.ওমর আলী, মহিদুর রহমান, শাহনাজ পারভীন, শিক্ষক আব্দুল গফফার, শেখ শাহিন, আরশাদ আলী, লাকু প্রমুখ।

সূত্র -http://www.dainikdristipat.com/
লিংক - http://www.dainikdristipat.com/?p=280026
 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com