|
কলারোয়ায় ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার
আজকের কলারোয়া -
20/07/2018
কলারোয়ায় ডোবা থেকে প্যাকেটে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। লাশটি মেয়ে সন্তানের। শুক্রবার (২০ জুলাই) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বারিকের মোড় রাস্তার ধারে একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী।
জানা গেছে, শুক্রবার সকালে সোনাবাড়িয়ার বারিকের মোড় থেকে সিংগা রাস্তার পশ্চিম পাশের ডোবায় মুখে দড়ি দিয়ে বাধা একটি সাদা বাজার করা প্যাকেট ভাসতে দেখে স্থানীয়রা। সেসময় তারা লাঠি দিয়ে টেনে এনে উপরে তুলে প্যাকেটটি খুলে দেখে মৃত নবজাতকের লাশ। লাশটি কিছুটা বিকৃত ও ফুলে ছিলো। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয়দের ধারণা- নবজাতকের লাশটি কোন অবৈধ সম্পর্কের হতে পারে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ ঘটনাত সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত নবজাতকের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় চেয়ারম্যান-মেম্বরদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
|