|
কলারোয়ার গদখালী হাফেজীয়া মাদরাসার শিক্ষার্থীদেরলুঙ্গি-গেঞ্জি বিতরণ
আজকের কলারোয়া -
22/04/2019
কলারোয়ার গদখালী আমবাগান এ্যারাবিক হাফেজীয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর শিক্ষার্থীদের মাঝে লুঙ্গি ও গেঞ্জি বিতরণ করেছে দেশবন্ধু জনকল্যাণ ফাউন্ডেশন। রবিবার (২১এপ্রিল) সকালে সংগঠনটির উপদেষ্টা মফিজুল ইসলাম লাভলু ও সঞ্জয় সাহা এগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশিকুজ্জামান রাশেদ, সহ.সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন,
মাদরাসার সভাপতি রবিউল ইসলাম রবি, নিপুন, গালিব, আশিক, আকাশ, সজিব, অথৈ প্রমুখ।
|