|
কলারোয়ায় যিশুখৃষ্টের পুনরুত্থান উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত
আজকের কলারোয়া -
22/04/2019
কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশনে যিশুখৃষ্টের পুনরুত্থান উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ও শনিবার (২১ ও ২০ এপ্রিল) ফাদার জোন জোসেফের পরিচালনায় অনুষ্ঠিত ধর্মসভায় স্থানীয় খৃষ্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। ধানদিয়া চৌরাস্তা বাজারের পার্শ্ববর্তী গীর্জার প্রার্থনাস্থলে খৃষ্টপাড়ার নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত ধর্মসভায় ফাদার জোসেফ বলেন- যিশুখৃষ্টের পুনরুত্থানের বলতে খৃষ্ট সম্প্রদায়ের কাছে এই দিনটি প্রভু যিশুখৃষ্টের পুনরায় জন্মদিন। এখানকার মানুষ খুবি শান্তি প্রিয়, আমি এখানে এসেছি শান্তির ধর্ম খৃষ্টান প্রচারে। এখানকার মানুষ প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান খুব উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকে।
|