Home
 
কলারোয়ায় জমিজমা নিয়ে
ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের পাল্টা অভিযোগ

আজকের কলারোয়া - 30/06/2019
কলারোয়ায় জমিজমা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রেসক্লাবে অভিযোগ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সিংহলাল গ্রামের কৃষক শহিদুল ইসলাম মোড়ল এ অভিযোগ করেন। অভিযোগের বিবরণে জানা যায়, তারা ৩ ভাই পিতার আমল থেকে জায়গা জমি ভাগবাটোয়ারা করে বসত বাড়ী ঘর নির্মান করে ভোগ দখল করে আসছেন। হঠাৎ তার বড় ভাই রুস্তম মোড়ল গোপনে কাউকে কিছু না জানিয়ে শহিদুল মোড়লের দখলকৃত ৩ শতক জমি তার স্ত্রীর নামে লিখে দেন। কিছু দিন পরে বিষয়টি জানতে পেরে কৃষক শহিদুল ইসলাম মোড়ল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দর মাধ্যমে এক শালিস বৈঠাকে বসেন। সেখানে কৃষক শহিদুল ইসলামের পক্ষে রায় দেন নেতৃবৃন্দ। পরে এ সিদ্ধান্ত না মেনে রুস্তম মোড়ল সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে কৃষক শহিদুল ইসলামের পক্ষে রিপোর্ট দেন। থানাও তার পক্ষে রায় না দেওয়ায় রুস্তম মোড়ল শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে কৃষক শহিদুল ইসলামকে হয়রানী করার জন্য একটি মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। সেখানে রুস্তম আলী ৮৩৯ দাগে ২৯ খতিয়ানে জমি খরিদ সূত্রে প্রাপ্তের কথা উল্লেখ করেছেন। কিন্তু ওই দাগের জমিতে কৃষক শহিদুল ইসলামের বসত বাড়ী ঘর রয়েছে দীর্ঘ ৩৫/৪০ বছর ধরে। সম্পূর্ন হয়রানী করার লক্ষ্যে রুস্তম আলী এধরনের কাল্পনিক ও বিভ্রান্তকর এবং ষড়যন্ত্র মুলক কথাবার্তা এলাকায় ছড়িয়েছে বেড়াচ্ছে। তিনি অভিযোগে উক্ত প্রকাশিত সংবাদটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com