|
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা খুলনা বিভাগীয় হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের
আজকের কলারোয়া -
30/06/2019
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করেছে খুলনা বিভাগীয় হোমিওপ্যাথিক গবেষণা পরিষদ। বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়ায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষ্যে শনিবার বিকালে খুলনা হ্যানিম্যান হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা.অপূর্ব কুমার দাস।
অনুষ্ঠানে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনুস আলী, প্রভাষক ডা. হাবিবুর রহমান, ডা. মাহবুবুর রহমান, ডা.হিমাংশু কুমার সাহা, ডা. আক্কাছ আলী, ডা. মিজানুর রহমান, ডা. সানজিদা আক্তার, ডা.আব্দুর রহমান, হিসাব রক্ষক সাবুর আলীসহ খুলনা বিভাগীয় গবেষণা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নবীন শিক্ষানবিস ডাক্তারবৃন্দ প্রমুখ।
|