Home
 
গাছ কিক্রিকে কেন্দ্র করে...
কলারোয়ার ধানদিয়া মিশনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

আজকের কলারোয়া - 29/05/2020
কলারোয়ার ধানদিয়া মিশনে গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যো সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ধানদিয়া মিশনের মাস্টার লুকাস মন্ডলের ঘরের চালের উপর উপড়ে পড়ে একটি বিশাল আকৃতির লম্বুগাছ। বৃহস্পতিবার সেই গাছ বিক্রি করেন লুকাস মন্ডল। গাছ বিক্রি করাকে কেন্দ্র করে মানিয়েল সমর্থক ও প্রদীপ সমর্থকদের মধ্য তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন ৪জন।  আহতরা হলেন- প্রদীপ সমর্থক ধানদিয়া মিশনের পৌল সেনের ছেলে মিলন সেন, মাইকেল সেনের ছেলে সোহাগ সেন, শাওন সেন ও হেনরি মন্ডলের মেয়ে তৃষ্ণা মন্ডল। তারা চিকিৎসাধীন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে মাস্টার লুকাস মন্ডল জানান, ঝড়ে উপড়ে পড়ে একটি বিশাল আকৃতির লম্বুগাছ তার ঘরের চালের উপর। ঘরে থাকা তার পরিবারের জন্য অনিরাপদ ভেবে তিনি তাদের ফাদারের কাছ থেকে অনুমতি সাপেক্ষে গাছটি বিক্রির সিদ্ধান্ত নেন। সেই গাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।  তিনি আরো জানান, গাছ বিক্রির বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্য তর্কবিতর্ক শুরু হয় সকাল থেকে। সেই তর্কবিতর্ককে কেন্দ্র করে বিকাল ৪ টার দিকে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ হয়।  স্থানীয় রাজনৈতিক ইস্যুর কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে তিনি জানান। সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তৌফিক আহম্মদ টিপু সরেজমিনে উপস্থিত হয়ে জানিয়েছেন, ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com