Home
 
করোনা উপসর্গ নিয়ের সাতক্ষীরা মেডিকেলে কলেজ
হাসপাতালে এক কৃষকের মৃত্যু

আজকের কলারোয়া - 29/05/2020
করোনা উপসর্গ নিয়ের সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন পিয়ার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৃত পিয়ার আলী (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ফজর আলীর ছেলে। সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের আব্দুল হাই জানান, তার জামাতা পিয়ার আলী তাদেও বাড়িতে থেকে চাষকাজ করতো। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুর একটার দিকে তার জামাতা পিয়ার আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, বুধবার তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার বাড়ি ও শ্বশুর বাড়ি লক ডাউন করা হবে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com