|
দুই ছাত্রলীগ নেতার সাথে শয্যা সঙ্গী হতে আপত্তিকলেজ ছাত্রীকে এসিডে ঝলসে দেয়ার হুমকি
আজকের কলারোয়া -
16/08/2016
কলারোয়ায় এক কলেজ ছাত্রীকে এ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগের দুই সন্ত্রাসী। গতকাল গভীর রাতে উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের মৃত, ছবুর মোড়লের মেয়ে আনজুয়ারা খাতুনের বাড়িতে যেয়ে তারা এ হুমকি প্রদান করেন। এ ঘটনায় সকালে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজ ছাত্রী নাজনিন নাহারের দাবি ক্ষমতাশীন দলের দুই শীর্ষ নেতার ছেলে স্থানীয় ছত্রিলীগ নেতা দীর্ঘদিন ধরে তাকে শয্যাসঙ্গী হতে আহবান জানিয়ে আসছিলো। কিন্তু তাতে সে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ক্ষমতাশীন দল সমর্থিত ঔই দুই সন্ত্রাসী যুবক এ হুমকি প্রদান করেছে বলে তার ধরনা।
আনজুয়ারা খাতুন জানান, তার এক মাত্র মেয়ে গ্রামের পার্শ্ববর্তী বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্রী। তিনি জানান, জয়নগর ইউপির গাজনা গ্রামের আ.লীগ নেতা আব্দুর রহমান মোড়লের ছেলে ছাত্রলীগ নেতা আব্দুস সালাম (২০) ও খোর্দবাটরা গ্রামের আ.লীগ নেতা শফিকুর রহমান মালীর ছেলে ছাত্রলীগ কর্মি সোহাগ হোসেন (২৫) কলেজে যাওয়া আসার পথে প্রায় সময়ই আমার মেয়ে নাজনিন নাহারের গতিরোধ করে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি আমার মেয়ে বাসায় এসে ঘটনাটি জানায়। পরে তিনি ওই ছাত্রলীগের বখাটে ছেলেদের অবিভাবকদের বিষয়টি জানান। কিন্ত ক্ষমতাশীন দলের নেতা হওয়ায় তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করেনি। এ ঘটনা জানতে পেরে ছাত্রলীগ সন্ত্রাসীরা কলেজ থেকে ফেরার পথে মেয়ে নাজনিনকে একা পেয়ে আপত্তিকর ভাষায় বিভিন্ন ক্ষতি করা হবে বলে হুমকি প্রদান করতে থাকে এবং বিশ্রী ভাষায় ঘালিগালাজ করে। পরে এ ধরনের হুমকি পেয়ে নাজনিনের লেখা পড়া বন্দ হওয়ার উপক্রম হয়। তিনি আরো জানান, এক পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের কাছে এ ঘটনা জানিয়ে রাখা হয়। এতে দুই বখাটে সন্ত্রসাী আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।
আনজুয়ারা খাতুন আরো জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে তারা দুই জনে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে নাজনিনকে ডাকাডাকি করতে থাকে। এ সময় তিনি ঘর থেকে বাইরে এলে নাজনিনকে তাদের হাতে তুলে দিতে বলে। এ সময় তারা চিৎকার করে তার মেয়েকে তারা নষ্ট (ধর্ষন) করতে এসেছে বলে জানায়।
এ সময় উচ্চস্বরে কথা কাটাকাটির একপর্যায়ে আয়ুব মোড়ল, হামিদ মোড়ল, রহিমা খাতুন, হাসিনা খাতুনসহ প্রতিবেশীরা এগিয়ে এলে ছাত্রলীগ সন্ত্রাসীরা পিছু হটে এবং বলে নাজনিনকে নির্জনে পেলে এসিড মেরে মুখ ঝলসে দেয়াসহ খুন করা হবে। এ সময় তারা ক্ষমতাসীন আ.লীগের লোক পরিচয় দিয়ে বলে এখন ৪/৫ টা খুন জখম করলেও তাদের কিছু হবেনা । এই বলে তারা জানিয়ে বীর দর্পে চলে যায়।
এ বিষয়ে জয়নগর ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি জানার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে যান। নিরপত্তার জন্য কলেজ ছাত্রী ও তার পরিবারকে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, কলেজ ছাত্রীর মা বাদী হয়ে গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযোগের তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, ঘটনাস্থলে দুই পক্ষকে হাজির করে স্বাক্ষীদের সামনে ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।
|