Home
 
কলারোয়ার দুই ইউপি সদস্যাদের শপথ গ্রহন
আজকের কলারোয়া - 16/08/2016
কলারোয়া উপজেলার দুইটি ইউনিয়নের ইউপি সদস্যদের শপথ গ্রহন অবশেষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার অফিসার্স ক্লাবে এ শপথ গ্রহন পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন পজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার মোশাররফ হোসেন, আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, স.ম মোরশেদ আলী প্রমুখ। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নে ১০ জনের মধ্যে সংরক্ষিত আসনে ২জন ও সাধারণ আসনে ৮জন-এরা হলো-সংরক্ষিত ১নং ওয়ার্ড আসনে মোছাঃ রহিমা খাতুন, ২নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মোছাঃ মাছুরা ইয়াসমিন, ১নং ওয়ার্ড সাধারণ সদস্য সাইফুর রহমান, ২নং ওয়ার্ডে আব্দুল ওয়াদুদ, ৩নং ওয়ার্ডে মোশাররফ মোড়ল, ৪নং ওয়ার্ডে মুজিবর রহমান, ৫নং ওয়ার্ডে জিয়াউর রহমান, ৬নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৮নং ওয়ার্ডে আব্দুর রশিদ সরদার, ৯নং ওয়ার্ডে ওসমান গণি। এদিকে ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে ১জন সংরক্ষিত সদস্য ও ৭জন সাধারণ সদস্য এরা হলো-২নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য হাসিনা খাতুন, ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য হাফিজুর রহমান, ২নং ওয়ার্ডে জাহাঙ্গীর সরদার, ৪নং ওয়ার্ডে লক্ষণ চন্দ্র দে, ৫নং ওয়ার্ডে অনন্ত দালাল, ৬নং ওয়ার্ডে আনারুল ইসলাম, ৮নং ওয়ার্ডে আলী আহম্মদ, ৯নং ওয়ার্ডে শেখ ফারুক হোসেন। উল্লে¬খ্য গত ২২ মার্চ নির্বাচন চলাকালে ভোট কারচুপি, বোমা হামলা-গুলি বর্ষণের ঘটনায় এ দুই ইউণিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহন বন্ধ হয়েছিল। তবে শুধূ মাত্র যে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে সেই কেন্দ্র গুলো বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। দীর্ঘ দিন পার হলেও ওই দুটি ইউনিয়নের নব-নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন হয়নি। হঠাৎ গত ২০ জুলাই বুধবার-২০১৬ তারিখে বাংলাদেশ গেজেটে নির্বাচনী বিধিমালা-২০১০ এর ৪৩ নম্বর বিধি দ্রষ্টব্য নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা প্রকাশ করে। সে অনুযায়ী মঙ্গলবার ভেলা ১১টায় ওই দুটি ইউনিয়নের ১৮জন নব-নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের সরকারী নিয়মে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com