Home
 
প্যাসাফিক ফার্মা ঔষধ কোম্পানীর
কলারোয়া প্রতিনিধি শামিম রেজার মৃত্যু

আজকের কলারোয়া - 16/08/2016
কলারোয়ায় প্যাসিফিক ফার্মা ঔষুধ কোম্পানীর কলারোয়া প্রতিনিধি শামিম রেজা (২৬) মারা গেছেন (ইন্না—-রাজিউন)। তিনি কলারোয়া উপজেলা ওষুধ কোম্পানীর ফারিয়া সংগঠনের সদস্য। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। ফারিয়া সংগঠন সুত্রে জানা গেছে, গত কয়েক দিন যাবৎ তিনি কিডনি রোগে ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার মাগরিফাত কামনা করে শোকবার্তা দিয়েছেন ফারিয়ার সংগঠনের সভাপতি/ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যগন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com