|
বাড়ি থেকে তুলে এনে ক্রস ফায়ারের নামে ঘুষ আদায়কলারোয়া দুই দারোগার বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ
আজকের কলারোয়া -
01/11/2016
কলারোয়ায় গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে দুই আ.লীগ কর্মীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগ উঠেছে দুই দারোগার বিরুদ্ধে।
দায়ী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জোর পূর্বক আদায় করা টাকা ফেরত ও তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে গতকাল সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
উপজেলার দাড়কি গ্রামের মৃত বাবর আলীর ছেলে শফিউল ইসলাম এ অভিযোগ প্রদান করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ৩১ অক্টোবর গভীর রাতে থানার এস আই আনোয়ার (সেকেন্ড অফিসার) ও এ এস আই সাইদুর যেয়ে শফিউল ইসলাম ও প্রতিবেশী মাষ্টার আনোয়ার হোসেনকে ঘুম থেকে ডেকে হাত কড়া লাগিয়ে দেয়। পরে রাস্তায় এনে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করা হয়। পরে শফিউলের কাছ থেকে ৩৫ হাজার ও মাষ্টার আনোয়ারের নিকট থেকে ৫০ হাজার টাকা গ্রহন করে ছেড়ে দেয়া হয়। এ সময় তাদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ করে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকিও প্রদান করা হয়। জানা জানি হলে পরে অন্যকোন জামিন অযোগ্য মামলায় ফাসিয়ে দেয়া হবে জানিয়ে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এসপির কাছে লিখিত অভিযোগে তাকে স্বাক্ষী করা হয়েছে। তদন্তকালে তিনি এঘটনা প্রমানিত করবেন।
কলারোয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন শেখ জানান, বিষয়টি তার জানা নেই। কোন পুলিশ সদস্যর বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয়ে যে কেউ সরাসরি তাকে জানাতে পারবেন। অভিযোগ প্রমানিত হলে জেলা পুলিশ সুপারের মাধ্যমে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।
|