Home
 
কলারোয়ায় নির্বাচন পরবতী সহিংশতা
সংখ্যালঘুদের উপর আ.লীগ সমর্থকদের হামলায় হামলা

আজকের কলারোয়া - 01/11/2016
কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংশতায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে আ.লীগের সমর্থকরা সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট ও দোকান ভাংচুর করেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ইউনিয়নের কাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ আ.লীগ সমর্থিত চেয়ারম্যান আসলামুল হক আসলামের দুই সমর্থককে আটক করেছে। স্থানীয় বাসিন্দা সিবাস্তিন মিত্র জানান, সোমবার উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে স্থগিত শাকদাহ ও কলাটুপি কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হওয়ার পর নৌকা প্রতিকের প্রার্থী আ.লীগ নেতা আসলামুল হক ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়। তিনি বলেন, গতকাল সোমবার শুকচান মোড়লের ছেলে আ.লীগের সমর্থক (আসলাম) আতাউর রহমান মোড়ল (আক্তার) এর নেতৃত্বে ৪০/৫০ জন কর্মি-সমর্থকরা কাজিরহাট বাজারে ব্যবসায়ী খ্রিষ্টান সম্প্রদায়ের কালু’র উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় তাকে মারপিটসহ তার দোকান ভাংচুর করে। পরে তারা কাজীরহাট এলাকায় সংখ্যালঘু আরো কয়েক জনের উপর হামলা চালিয়ে মারপিট করে। তিনি আরো বলেন, এ ঘটনার পর আসলামের কর্মি সমর্থকরা স্থানীয় খ্রিষ্টান পল্লীতে হামলা পরিকল্পনা করার সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে কলারোয়া থানা পুলিশ এসে আ.লীগ নেতা শুকচান মোড়লের ছেলে আতাউর রহমান মোড়ল (আক্তার) এবং জামাল উদ্দিন মোড়লের ছেলে আবেশ আলীকে আটক করে এবং আ.লীগ সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি সাংবাদিকদের আরো বলেন, এ ঘটনার পর কুশোডাঙ্গা ইউনিয়নে খ্রিষ্টান পল্লীর বাসিন্দা আবারো হামলার আশংখায় চরম আতংকিত বলে জানান। এ ঘটনায়র পর স্থানীয় নিবাচিন্ত মিত্র বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা (নং-১) দায়ের করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি বলেন, তাদের নিরাপত্তা জন্য এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এছাড়া আটক দুই জনকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com