|
নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্যেদের পদত্যাগকলারোয়া প্রেসক্লাব নির্বাচন স্থগিত
আজকের কলারোয়া -
24/08/2017
কলারোয়া প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্যের পদত্যাগে স্থগিত হয়ে গেল নির্বাচন। প্রেসক্লাব নিয়ে মামলা সংক্রান্ত জটিলতায় কমিটির সদস্যরা বিতর্ক এড়াতে ও আদালতের প্রতি সম্মান দেখাতে এ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহন করেন। সদস্যরা লিখিতভাবে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের কাছে এ পদত্যাগ পত্র পেশ করেন। প্রেসক্লাবের উপদেষ্টার হাতে কম্পিউটার কম্পোজ করা এ পদত্যাগ পত্রের একটি কপিও অনুলিপি হিসাবে দেয়া হয়।
পদত্যাগ করা দুই সদস্যরা হলেন, কলারোয়া সরকারি কলেজ শিক্ষক জিএম শাহনওয়াজ আলম ও টি এম মঞ্জুর আজাদ। পদত্যাগ পত্রে তাঁরা উল্লেখ করেছেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নেয়ার পরে গত ১৯ আগষ্ট নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। আহামী ৮ সেপ্টেম্বর নির্বাচন গ্রহন করার কথা ছিলো। পরে জানতে পারেন কলারোয়া প্রেসক্লাবের কমিটিসহ অন্যান্ন বিষয় নিয়ে সাতক্ষীরা জজ আদালতে একটি দেওয়ানী মামলা (নং-১৪০/১৬) চলমান আছে। মামলার পরবর্তী ধার্য তারিক আহামী ১০ অক্টোবর ২০১৭। চলমান মামলার কারনে আদালতের প্রতি সম্মান রেখে কলারোয়া প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করছি।
প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে করে বলেছেন তিন জনের মধ্যে দুই জন পদত্যাগ করায় প্রেসক্লাব নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। বিষয়টি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আব্দুর রহমানকে অবগত করা হয়েছে। ক্লাবের সৃষ্ট সমস্যা ও নির্বাচনের মাধ্যমে গ্রহনযোগ্য কমিটি করার জন্য সবার সাথে বসে পরবর্তী করনীয় ঠিক করা হবে।
|