Home
 
কলারোয়া পাইলট হাস্কুলের আল্যামনাই এ্যসোসিয়েশন
সভাপতি মিথুন, সম্পাদক অভিজিৎ

আজকের কলারোয়া - 04/12/2017
শেখ সালাউদ্দীন আহমেদ মিথুনকে সভাপতি (এসএসসি-৮৯) ও প্রকৌশলী অভিজিৎ চৌধুরীকে সাধারণ সম্পাদক (এসএসসি-৯০) নির্বাচিত করে কলারোয়া জিকেএমকে মডেল পাইলট হাস্কুলের প্রাক্তন ছাত্রদের প্রথম আল্যামনাই এ্যসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকালে ঢাকার মিরপুরে স্কুলে প্রাক্তন ছাত্রদের (সর্বশেষ-২০১৬) উপস্থিতিতে জরুরী সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। একই সাথে আগামী সভায় সকলের সম্মতিক্রমে পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। স্কুলের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবীর জানান- কলারোয়া জিকেএমকে মডেল পাইলট হাইস্কুলের ছাত্রদের আল্যামনাই এ্যসোসিয়েশনের কমিটি গঠনের জন্য ঢাকার মিরপুরে স্কুলে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্রদের দ্বিতীয় সভায় এই কমিটি গঠন করা হয়েছে। এর আগে স্কুলের সকল প্রাক্তন ছাত্রদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। তিনি বলেন, স্কুলের (সর্বশেষ ২০১৬ সাল) বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন ছাত্র সভায় উপস্থিত ছিলো। সভায় স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন স্কুলের সাবেক ছাত্র বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও দাতা সংস্থা এনসিএসসি’র উর্ধতন কর্মকর্তা সৈয়দ সলিমুল্লাহ, পুলিশ পরিদর্শক সালাউদ্দিন রানা, সাবেক ফুটবলার লিটন মজুমদার, শিক্ষক কবিরুল ইসলাম, বিমান কর্মকর্তা ফারুক হোসেন, ছাত্রনেতা আতিকুজ্জামান রিপন, প্রকৌশলী নাসিম হায়দার শিমুল, সাইদুল আলম মিল্টনসহ কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্ররা। সভা শেষে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করা কলারোয়া জিকেএমকে মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সভাপতি বা সম্পাদকের সাথে যোগাযোগ করার বিশেষ অনুরোধ জানানো হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com