Home
 
কলারোয়ার কেঁড়াগাছী হরিদাস ঠাকুর জন্মভিটায়
৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

আজকের কলারোয়া - 03/03/2018
কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫মার্চ সোমবার থেকে ৮মার্চ বৃহষ্পতিবার পর্যন্ত ওই অনুষ্ঠানে দেশ-বিদেশের ভক্তবৃন্দ উপস্থিত হবেন । এজন্য সংশ্লিষ্ট সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে । হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান- ‘প্রতি বছর এক থেকে দেড় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এই বছর ভারতের ৩টা কীর্ত্তন দল অংশগ্রহণ করার কথা আছে। তিনি বলেন- ‘ড.মোনালিছা বন্দ্যোপাধ্যায় কাটোয়া কলেজ কলিকাতা ভারত, অধ্যাপিকা মানসী ঘোষদস্তিদার জি বাংলা ডিডি বাংলা কলিকাতা ভারত, ও প্রবীর কুমার দাশ কলিকাতা ভারতসহ ৬০টি দেশ থেকে ১৫০ জন ইস্কনের গুরু মহারাজ ও ভক্তদের উপস্থিত থাকার কথা রয়েছে।’ এদিকে অনুষ্ঠানস্থলে - আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৩ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করার কাজ শেষ পর্যায়ে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। আর নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি ও আনছার বাহিনীর সদস্যরা মোতায়ন থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আশ্রমটি বাংলাদেশ-ভারত সীমান্তের সোনাই নদীর তীরে হওয়ার কারণে কেউ অনুপ্রবেশ না করতে পারে সেজন্য বিজিবি সারাক্ষণ টহল দেবে ও নিরাপত্তার জন্য মন্দিরে চারদিকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com