Home
 
কলারোয়ায় বিকাশের প্রতারক চক্র
আজকের কলারোয়া - 03/03/2018
বিকাশে টাকা হাতিয়ে নেয়ার মাধ্যমে প্রতারক চক্রের খপ্পরে পড়লো কলারোয়ার দেয়াড়া এলাকার এক ব্যক্তি। গত ২মার্চ শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে এ ঘটনা ঘটে। প্রতারক ব্যক্তির সুকৌশল কথামালার জ্বালে পড়ে ১০হাজার টাকা খুইয়েছেন খোরদো বাজারের পার্শ্ববর্তী চাকলা গ্রামের মোস্তাফিজুর নামের এক ব্যক্তি। গ্রামের সহজ সরল মোস্তফিজুর রহমান জানান- তাকে হঠাৎ 01885468164 নাম্বার থেকে ফোন করে বলে যে, তার বিকাশ নাম্বার দীর্ঘদিন ব্যাপক লেনদেন হওয়ায় একটা অফার দিয়েছে কোম্পানি। দ্রুত ১০ হাজার টাকা দিলেই ১৫ হাজার টাকা একাউন্টে জমা হয়ে যাবে অন্যথায় একাউন্ট নাম্বারটি বন্ধ হয়ে যাবে। সেই অনুযায়ী সহজ সরল মোস্তফিজুর প্রশ্ন ছাড়াই কাউকে কিছু না বলে বিকাশ এজেন্ট খোরদো বাজারের জাকির হোসেনকে উল্লেখিত নাম্বারে ১০হাজার টাকা দিতে বলেন। কিন্তূ ওই নাম্বারে টাকা ঢুকতেই ফোন বন্ধ দেখায়। যোগাযোগ করতে পারেননি আর মোস্তফিজুর। খোয়া যায় ১০ হাজার টাকা বলে জানান প্রতারনার শিকার মোস্তফিজুর রহমান। এর কিছু দিন আগে জাহিদ হাসানসহ একাধিক ব্যক্তির কাছ থেকে একই ভাবে খোয়া যায় মোটা অঙ্কের টাকা বলে জানা যায়। এদিকে খোরদো বাজারের বিকাশ এজেন্ট জাকির হোসেন বলেন- জনৈক মোস্তফিজুর কোন উত্তর ছাড়াই তাড়াহুড়ো করে তার ভাইয়ের বিপদের কথা বলে ১০ হাজার টাকা উল্লেখিত নাম্বারে বিকাশ করতে বলে এবং সাথে সাথে বিকাশে সেন্ট করি। পরবর্তিতে জানতে পারলাম নাম প্রকাশ না করে ওই প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেয়ার ঘটনা। এমন ঘটনা ইতিপূর্বেও একাধিকবার ঘটেছে বলে জানান এজেন্টা জাকির হোসেন। প্রতারক চক্রের হাত থেকে সাধারণ খেটে খাওয়া সহজ সরল মানুষকে রেহাই পেতে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপের আশা করছেন সচেতন মহল।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com