|
কলারোয়ার দেয়াড়ায় মটরসাইকেল উদ্ধার
আজকের কলারোয়া -
04/03/2018
কলারোয়ার দেয়াড়া দেয়াড়া ইউনিয়নে একটি নাম্বার প্লেট বিহীন লাল প্রলেপের কালো রঙের নতুন মটরসাইকেল উদ্ধার করেছে খোরদো ক্যম্প পুলিশ।
শনিবার দিবাগত রাত অর্থাৎ ৪ঠা মার্চ রবিবার রাত ১২.১৫ মিনিটের দিকে উপজেলার দেয়াড়ার কাশিয়াডাংগার আনছার আলীর মৎস্য ঘেরের বেড়িবাধ পার্শ্ববর্তী মতিয়ার মাস্টারের মৎস্য ঘেরের ভিতর থেকে গাড়িটি উদ্ধার হয় বলে জানান খোরদো ক্যাম্পের পুলিশ।
খোরদো ক্যাম্প ইনচার্জ (আইসি) এসআই সিরাজুল ইসলাম জানান- রাতে বিভিন্ন এলাকা টহলরত অবস্থায় ঐ এলাকা থেকে মটরসাইকেলটি উদ্ধার করা হয়। কাশিয়াডাংগার ঘেরবর্তী স্থানীয় সাধারণ মানুষের টর্চ লাইটের আলো পেয়েই অজ্ঞাত মটরসাইকেল চালক গাড়িটি ফেলে রেখে ত্রিমোহীনি ঘাট পাড়ি দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের কিছু দূর অবস্থান করাতে পলাতক চালককে সনাক্ত করা যায়নি।
তাছাড়া উদ্ধার করা গাড়িটির বিভিন্ন স্থান তল্লাশী করেও কিছুই পাওয়া যায়নি বলে জানান আইসি সিরাজুল ইসলাম। উদ্ধারকৃত মটরসাইকেলের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি
|