Home
 
কলারোয়ায় পল্লী সমাজের সভা
আজকের কলারোয়া - 04/03/2018
কলারোয়ায় ব্র্যাকের নারীর ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌর সদরের ঝিকরা ৫নং ওয়ার্ডে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন। এসময় উপস্থিত ও বক্তব্য দেন-পল্লী সমাজ কমিটির সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, শিক্ষক মমতাজ খাতুন, ক্যাশিয়ার রিজিয়া খাতুন, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার রেহেনা খাতুন, সাংবাদিক জুলফিকার আলী, সদস্য জীবন নেছা, মাজিদা খাতুন, লায়লা পারভীন, মুসলিমা খাতুন, আসমা খাতুন, রুমা খাতুন, শান্ম, মিমি, লাব্বিবা, ফতেমা খাতুন, শিফালী খাতুন, সাবিনা খাতুন, কনিকা, শিফালী, সাবিনা খাতুন, ইতি, ফুফাদিয়া নেছা, নেছারুন, জেসমিন, আনজুয়ারা, খাদিজা, সপ্না, আরিফা খাতুন, রেক্সনা প্রমুখ। আলোচনা সভা শেষে এই কমিটির আপগ্রেড ঘোষনা করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com