|
কলারোয়া পৌর মেয়রের ভাইপোইমনের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া অনুষ্ঠান
আজকের কলারোয়া -
04/03/2018
কলারোয়ায় পৌরসভার মেয়র আকতারুল ইসলামের ভাইপো ও ব্যবসায়ী আব্দুস সামাদের (সাবোর আলি) ছেলে প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র প্রয়াত জাহিদ হাসান ইমনের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩মার্চ শনিবার দুপুরে কলারোয়া পৌর শহরের গদখালি গ্রামের বাড়িতে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে সকল শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ শরিক হন। মরহুমের স্বজন, সতীর্থ, বন্ধু, ভক্তগণ সকলেই প্রাণ খুলে দোয়া করেন অকাল প্রয়াত জাহিদ হাসান ইমনের জন্য।
দোয়া অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত ইমনের জন্য দোয়া চান কলারোয়া পৌরসভার মেয়র গাজী আকতারুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে পবিত্র পাক কালাম থেকে আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, মাওলানা লুৎফর রহমান ফরুকী, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আবু মুছা প্রমুখ।
দোয়া ও মোনাজাত করেন মাছখোলা জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বজলুর রহমান, অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক এনায়েত খান টুৃন্টু, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান লিটন, শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরীন, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, মরহুমের দাদা আলহাজ্জ্ব আকবার আলী গাজী, পিতা সাবোর আলী,, চাচা আতের আলি, মফিজুল ইসলাম মফি, নাজমুল গাজী, হোসেন আলি বাবু, রবি গাজী, মামা হেলাল হক, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, শেখ জামিল হোসেন, সাবেক কাউন্সিলর রাজু, থানা মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী, মোস্তফা অহিদুজ্জামান অহিদ, ভাই রিগ্যান গাজী, বন্ধু রিপন, নয়ন, ইকবল, মামুন, জাহিদ, উজ্জ্বল, কাদের, তপু, আকাশ, ইমাম, রাব্বি, রাসেল, জাহিদ, নওশাদসহ অসংখ্য শুভাকাঙ্খিবৃন্দ।
উল্লেখ্য, জিএম জাহিদ হাসান ইমন গত সোমবার যশোরে গিয়েছিলেন একটি মোটরসাইকেল যোগে। তাঁর গন্তব্য ছিলো যশোর ভিসা অফিস। সেই পর্যন্ত তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু দাঁড়ানো থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সবার প্রিয় ইমন।
|