|
কলারোয়া ন্যাশনাল সার্ভিসে শিক্ষিত বেকারদেরবিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান
আজকের কলারোয়া -
04/03/2018
কলারোয়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১ম ব্যাচের প্রশিক্ষণ শেষে সকল কর্মীদের কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, সরকারি ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসহ সেবামূলক দপ্তরে যোগদান করতে দেখা যায়। শনিবার অফিস চলাকালিন সময়ে তারা তাদের নির্ধারিত অফিসগুলোতে যোগদান করেন।
শনিবার (৩ রা মার্চ) সকার ১০টার দিকে কলারোয়া উপজেলার নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১ম ব্যাচের প্রশিক্ষণ নেয়া কর্মীরা তাদের কর্মসংস্থানে যোগদানের ব্যাপারে জানতে চাইলে অত্র বিদ্যালয়েরর প্রধান শিক্ষীকা পারুল আক্তার সাংবাদিকদের জানান- ‘সরকার যে পদক্ষেপ নিয়েছে বেকারদের কর্মসংস্থানের ব্যাবস্থা করে সেটা অবশ্যয় প্রশংসার দাবি রাখে।’
এসময় অত্র প্রতিষ্ঠানে সদ্য যোগদানকারি শরিফুর ইসলাম চঞ্চল তার অভিব্যক্তিতে জানান- ‘বেকার থাকাটা যে কি অভিশাপ সেটা আমি বোঝাতে পারবোনা, সরকার ২ বছরের জন্য কর্মসংস্থানেরর ব্যবস্থা করেছে এতে চিরকৃতজ্ঞ থাকবো।’
উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শেফালী খাতুন জানান- ‘তাঁর ক্লিনিকে ৫জন সংযুক্ত হয়েছেন। এর মধ্যে ৪জন মহিলা শনিবার ক্লিনিকে এসে যোগ দিয়েছেন।’
উল্লেখ থাকে যে ‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার, বেকারত্ব ঘুচাবে সরকার’ স্লোগানে এই কর্মসূচিতে ২৪ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষিত বেকার যুবক ও যুবমহিলাদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ১০টি সুনির্দিষ্ট মডিউলে ৩ মাসের মৌলিক প্রশিক্ষণ প্রদান শেষে ২ বছরের জন্য কর্মসংযুক্তিতে নিযুক্তরা প্রশিক্ষণ চলাকালীন দৈনিক ১০০ টাকা হারে ও প্রশিক্ষণোত্তর দৈনিক ২০০ টাকা হারে কর্মভাতা পাবেন বলে জানা গেছে।
|