Home
 
কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট
টুর্নামেন্টে স্কাই স্পোর্টস চ্যাম্পিয়ন

আজকের কলারোয়া - 04/03/2018
কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরার এরিয়ানস ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্কাই স্পোর্টস। ৩মার্চ শনিবার স্থানীয় পাইলট হাইস্কুল ফুটবল মাঠে সকাল ১০টায় ডিউজ বলের ফাইনাল খেলায় শিরোপা নির্ধারণী ম্যচে টসে জিতে স্কাই স্পোর্টস প্রতিপক্ষ এরিয়ানস ক্লাবকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করে এরিয়ানস ক্লাব। দলের পক্ষে ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন মহসিন। তিনি অপরাজিত ৫৬রান করেন মাত্র ২২বল খেলে। আর হৃদয় করেন ২৫বলে ৪৭ রান। স্কাই স্পোর্টসের বোলার সাঈদ, মনোয়ার ও নিলয় ২টি উইকেট শিকার করেন। জবাবে ২২১রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭দশমিক ৫বলে ৬উইকেট হারিয়ে টার্গেট ছাড়িয়ে ২২৩রান করে স্কাই স্পোর্টস। ফলে প্রতিপক্ষকে ৪উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ৮ম আসরের শিরোপা ও ২৫হাজার টাকার প্রাইজমানি দখলে নেয় স্কাই স্পোর্টস। দলের পক্ষে ব্যাটসম্যান রাসেল ২৩বলে ৬২রান, আশিক মাত্র ১৭বলে অপরাজিত ৬৮রান করেন। আশিকের ঝড়ো ইনিংসে ৯টি ছক্কা আর ২টি চার দর্শকদের বিমোহিত করে। এরিয়ানসের বোলার শামীম ৪টি ও লিটু ২টি উইকেট নিজেদের ঝুলিতে নেন। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের ব্যাটসম্যান আশিক। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাঈদ। টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করে পুরষ্কার পান রানার্সআপ দলের হৃদয়, তিনি করেছেন ১৬৪রান। আর চ্যাম্পিয়ন দলের বোলার তাপস ৮টি উইকেট শিকার করে টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের খাতায় নাম লেখান। ট্রফি ও প্রাইজমানি গ্রহণ করছেন রানার্সআপ দলের অধিনায়ক। ফাইনাল ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার মাসউদ পারভেজ মিলন। ৩য় আম্পায়ার ছিলেন সাজু হালদার। অফিসিয়াল স্কোরারের দায়িত্বে ছিলেন মজুমদার লিটন। ম্যাচ রেফারি ছিলেন রেজাউল করিম লাভলু। যথারীতি ধারাবর্ণানায় ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। মাঠের পিচ কিউরেটর ছিলেন তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবের বাবলু ও বাপ্পি। মাঠের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবের ক্ষুদে ক্রিকেটাররা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com